দেশজুড়ে

বিজয় দিবসে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির পুষ্পস্তবক অর্পণ

জসিম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি : সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় দেশরক্ষায় সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে‌ ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)।

বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা প্রাণ দিয়েছেন, সেই সব বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় রাত ১২ টা ১ মিনিটে শহরের অপরাজেয় ৭১’এ পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টো, সহঃ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলনসহ সংগঠনটির সদস্যরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button