দেশজুড়ে

খুলনায় বিজয় দিবসের প্রতুষ্যে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

খুলনা প্রতিনিধিঃ– খুলনায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। প্রত্যুষে নগরীর গল্লামারী বধ্যভূ‌মি খ্যাত স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

মুক্তিযোদ্ধা কমান্ড, খুবি, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বিভাগীয় প্রশাসন, রেঞ্জ পুলিশ, জেলা প্রশাসন, কেএমপি, খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি তাদের অঙ্গসহযোগী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।

এসময়ে তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গঠনে কাজ করছে সরকার। আগামীতে দেশ আরও এগিয়ে যাবে।

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানান আয়োজন রয়েছে। আর বিকেলে আ’লীগ ও বিএনপি উদ্যোগে পৃথক বিজয় র্যালি বের হবে নগরীতে।

এই বিভাগের আরও সংবাদ