দেশজুড়ে

কুড়িগ্রামে ৩দিনব্যাপী বিজয় উৎসব কর্মসূচি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাঙালির বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে মঙ্গলবার সন্ধায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়।

উদ্বোধনী দিনে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভার আয়োজন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটি। আলোচনায় অংশ নেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, এডভোকেট আমজাদ হোসেন, মহিলা পরিষদ সভানেত্রী রওশন আরা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, শাহানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষ ভাগে সাম্প্রতিক কুড়িগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতিদিন সন্ধা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ উৎসব ১৬ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button