দেশজুড়ে

দিনাজপুরের নবাবগঞ্জে শহীদদের স্মৃতিচারণ সভা

হিলি প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জর্য়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালে দিনাজপুরের নবাবগঞ্জে মুক্তিযুদ্ধ চলাকালীন গনহত্যায় নিহতদের স্মরনে স্মৃতিচারণ সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার চড়ারহাট ভাদুরিয়া, খয়েরগুনি, খোশলামপুর, চকদলুতে যুদ্ধস্থান ও গনহত্যার স্থানে বদ্ধভুমি স্মৃতিস্তম্ভ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী, শিক্ষা অফিসার রেজাউল করিম, নব নির্বাচিত ইউ,পি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সহ স্থানীয় মুক্তিযোদ্ধাগন সভায় বক্তব্য দেন।

শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলার ভাদুরিয়া, দাউদপুর, খয়েরগুনি সহ উপজেলার বিভিন্ন স্থানে সংগঠিত মুক্তিযুদ্ধ স্থানে ও গনহত্যা স্থানেও স্মৃতিচারণ সভা ও দোয়া অনুষ্ঠান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button