খুলনায় যুবতীকে পাচারকালে পাচারকারী চক্রের ৬ সদস্য আটক


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : আর্ন্তজাতিক মানবপাচার চক্রের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা হতে অভাবগ্রস্ত তরুনীদের বিদেশে চাকরী দেওয়া সহ নানাবিধ প্রলোভন দেখিয়ে সীমান্তবর্তী দেশ ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনৈতিক, অবৈধ ও বেআইনীভঅবে পাচার করে আসছে। আন্তর্জাতিক মানবপাচারকারী উক্ত চক্রটি ভারতে বসেই খুলনায় মানবপাচারের নেটওয়ার্ক পরিচালনা করছেন।
এ রকম একটি চক্র সন্ধানে র্যাব-৬ এর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিদেশে ভালো চাকুরীর প্রলোভনে এক যুবতীকে (২৭) পাচারকালে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্য মতে র্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই চক্রের আরও ৪ সদস্যকে আটক করে।
গ্রেফতার হওয়া পাচারকারী চক্রের সদস্যরা হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকার মৃত আকরাম গাজীর পুত্র মোঃ ফারুক গাজী (১৯), দহাকুল এলাকার মৃত রাধাকান্ত মন্ডলের পুত্র সঞ্জীব কুমার মন্ডল (৫০), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামান্তা এলাকার মোঃ ইব্রাহিম খলিলের পুত্র মোঃ সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল (২৫), ভগবতিতলা এলাকার মৃত চতুর আলী মন্ডলের পুত্র মোঃ আলী হোসেন মন্ডল (৪৫), সামান্তা চারাতলা এলাকার মৃত আঃ ওহাব মন্ডলের পুত্র মোঃ ছয়ফাল মন্ডল (৪০) ও ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত আসের আলী ফকিরের পুত্র এফ এম রফিকুল ইসলাম (৪০)।
গ্রেফতারকৃতদের সহযোগিতায় বাংলাদেশ থেকে অল্প বয়সী তরুনীদের প্রলোভন দেখিয়ে ভারতসহ বিভিন্ন দেশে আসামী আক্তার মোল্লার মাধ্যমে পাচার করা হয়। আসমী আক্তার মোল্লা বর্তমানে ভারতে অবস্থান করছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাব কর্মকর্তারা।
১২ ডিসেম্বর রবিবার দুপুরে র্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য তুলে ধরেন র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সদর কোম্পানী কমান্ডার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট আবুল কালাম আজাদ।
প্রেসবিফ্রিংয়ে র্যাবের পরিচালক বলেন, গত ১১ ডিসেম্বর শনিবার সকালে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, আসামী এফএম রফিকুল ইসলাম ভিকটিমকে বিদেশে চাকুরী দেওয়ার প্রলোভন দেখায় এবং পলাতক আসামী আক্তার মোল্লার সাথে মোবাইলে পরিচয় করে দেয়। ভিকটিম পলাতক আসামী আক্তার মোল্লার সাথে মোবাইলে কথা বলার এক পর্যায়ে আসামী মোঃ ফারুক গাজী ভিকটিমকে দ্রুত বাড়ী থেকে বের হয়ে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ৪নং খর্ণিয়া ইউনিয়নের টিপনা বাইলেখালি ব্রিজের উপর আসতে বলে।
ভিকটিম উক্ত স্থানে আসলে আসামী ফারুক গাজী ও আসামী সঞ্জিব মন্ডলের মোটর সাইকেলে ২ জনের মাঝে বসিয়ে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের কথাবর্তায় ভিকটিম বুঝতে পারে আসামীরা পরস্পর যোগসাজসে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছে। তাৎক্ষণিকভাবে ভিকটিম চিৎকার করলে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে উপস্থিত হলে আসামীরা টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ ফারুক গাজী ও সঞ্জীব কুমার মন্ডলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ভিকটিমসহ র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল খুলনা জেলার ডুমুরিয়া থানা, যশোর জেলার মনিরামপুর থানা, কেশবপুর থানা, চৌগাছা থানাসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অর্ন্তগত সামান্ত বাজারে আভিযান পরিচালনা করে আর্ন্তাজাতিক সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা বাংলাদেশী এজেন্ট আসামী মোঃ সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল, মোঃ আলী হোসেন মন্ডল, মোঃ ছয়ফাল মন্ডল ও এফ এম রফিকুল ইসলাম আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা র্যাব-৬ কে বলেন, তারা প্রত্যেকেই মানবপাচার চক্রের সাথে জড়িত এবং চক্রের মূলহোতা আক্তার মোল্লা। বর্তমানে সে ভারতে অবস্থান করছে। গ্রেফতারকৃত আসামীদের সহযোগিতায় বাংলাদেশ থেকে অল্প বয়সী তরুনীদের প্রলোভন দেখিয়ে ভারতসহ বিভিন্ন দেশে আসামী আক্তার মোল্লার মাধ্যমে পাচার করে আসছিলো।
র্যাব-৬ এর পরিচালক বলেন, মামলার অন্যতম আর্ন্তজাতিক হোতা বিদেশে অবস্থানকৃত আক্তার মোল্লাকে গ্রেফতারের জন্য র্যাব-৬ আন্ত:দেশীয় সহায়তার কার্যক্রম শিগগিরই উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, চাকুরির প্রলোভন দেখিয়ে অল্প বয়সী তরুনীদের মানবপাচারকারী চক্রটি সীমান্ত নিয়ে বিক্রি করে দিতেন। কিন্তু সেসময় পাচার হওয়া তরুনীরা বুঝতেন না। এক সময় যখন বুঝতে পারতো তখন তাদের আর কিছুই করার থাকতো না।