সৌদি থেকে মাহি কীসের ইঙ্গিত দিলেন?


পূর্বঘোষণা অনুযায়ী গত ২৪ নভেম্বর ওমরার উদ্দেশে স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরব যান ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
যাওয়ার আগে এয়ারপোর্টে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে মাহি লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এরপর হুট করেই রোববার (৬ ডিসেম্বর) প্রতিমন্ত্রীর লাইভ প্রচারের সময় চলচ্চিত্র অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফেসবুকে ভাইরাল হয়। ফাঁস হওয়া ওই ফোনালাপে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ‘ধর্ষণের হুমকি’ দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। তার বক্তব্যজুড়ে ছিল অজস্র অশালীন শব্দ।
ফোনালাপের পর প্রতিমন্ত্রী মুরাদ হাসান আড়ালে গেলেও সৌদিতে ওমরাহ করতে যাওয়া মাহি নিজের ফেসবুক আইডিতে দুই মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। সেখানে মাহি নিজের প্রতিক্রিয়া জানান।
ওই ভিডিওর ক্যাপশনে মাহি লিখেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা।’
ভিডিওতে মাহিয়া মাহি বলেন, ‘আমি এখন পবিত্র হেরেম শরিফে আছি। ওমরাহ পালন করছি। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি। আমি সেদিনও বলেছিলাম। আমার বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতি-উত্তরের ভাষা আমার জানা ছিল না। দুই বছর আগের ঘটনা। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম।’
এরপর দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়ে তিনি একটি স্ট্যটাস দেন। তারপর আর নতুন কোনো বার্তা না দিলেও মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন, যার বাংলায় অর্থ হলো, ‘পরিবর্তন ছাড়া ক্ষমা চাওয়া শুধুই ভণ্ডামি।’ এতে তিনি ঠিক কীসের ইঙ্গিত দিয়েছেন তিনি তা কিন্তু পরিষ্কার নয়। তাই নানা মানুষের মনে জেগেছে প্রশ্ন। তবে সেই প্রশ্নের উত্তর হয়তো মাহি দেশে এসেই দিবেন। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরছেন তা এখনও জানা যায়নি।