জাতীয়

জেএমবির তিন সদস্য গ্রেফতার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. মফিদুল ইসলাম, মো. বুলবুল ইসলাম বাবলু ও মো. লাভলু ইসলাম। রোববার বিকালে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৪ ডিসেম্বর র‌্যাব-১৩ নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের নামে নীলফামারী সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলায় এটিইউ গ্রেফতারদের হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার এটিইউর একটি দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে নীলফামারীর বিভিন্ন এলাকা থেকে জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

তিনি বলেন, তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তারা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button