চাঁপাইনবাবগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে প্রার্থীরা শুরু করেছে গণসংযোগ


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য। একারনে উপজেলার ১৪ ইউপিতে চেয়ারম্যান ও সাধারণ প্রার্থীরা নির্বাচনী এলাকায় তাদের গণসংযোগ শুরু করেছেন।
প্রতীক বরাদ্দ না হলেও নৌকার প্রার্থীদের পাশাপাশি গণসংযোগ চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। এদিকে প্রত্যন্ত চর নারায়নপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম শহীদ আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ও রাস্তা ঘাট, বাজার এলাকায় জনগনের সাথে উঠান বৈঠক ও মতবিনিময়সহ গণসংযোগ চালিয়েছেন।
তিনি খলিফার চর, জনতার হাট, জহুরপুর, নারায়নপুর, বেলপাড়াগ্রামসহ অন্যান্য গ্রামে গণসংযোগে ভোটারসহ এলাকার মানুষদের সাথে কুশল বিনিময় করেন নৌকার প্রার্থী। তাকে বিজয়ী করা হলে এ ইউনিয়নের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরেজমিনে এ ইউনিয়ন ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, চরটির চারদিক দিয়ে পদ্মা নদী। নৌপথই যাতায়াতের একমাত্র ভরসা। অধিকাংশ ভোটারদের অভিমত চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে যিনি উন্নয়ন করবেন তাকেই ভোট দিবেন।
এবার তারা উন্নয়নের প্রতীককে ভোট দেবেন। প্রত্যন্ত চরবেষ্টিত হওয়ায় এ এলাকার উন্নয়ন হয়নি, আর নির্বাচিত জনপ্রতিনিধিরাও তাদের কথা রাখেন না। দীর্ঘ ৩০ বছর ধরে যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা, তারা এ ইউনিয়নের তেমন উন্নয়ন করেননি। এমনকি প্রকল্পের টাকাও ফেরত গেছে।
ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত হওয়ায় ভাঙ্গনের কবলে পড়ায় অনেক মানুষ অন্যত্র বসবাস করছেন। ভোটাররা বলছেন, দুঃসময়ে যিনি পাশে থাকবেন এবং ভবিষ্যতে তাদের সাহায্য সহযোগিতা করবে এমন প্রার্থীদেরই ভোট দিবেন তারা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, যখন নির্বাচন আসে তখন চেয়ারম্যান ও মেম্বারদের ছড়াছড়ি দেখা যায়। প্রতিশ্রুতিরও কমতি দেখা যায় না। আর প্রতিশ্রুতি নয়, এবার যিনি এ ইউনিয়নের কাজ করবেন তাকেই তারা ভোট দিবেন।
তবে দলীয় প্রার্থীদের জন্য ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকার সাধারণ নারী পুরুষসহ সর্বস্তরের ভোটাররাও গণসংযোগে অংশ নিতে দেখা গেছে। এলাকার সাধারন মানুষরা জানান, যিনারা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে জনগণের সুখে দুঃখে পাশে থাকবে এমন জনপ্রতিনিধিই নির্বাচন করবেন তারা।