দেশজুড়ে

র‍্যাব কর্তৃক খুলনায় ৪২ হাজার টাকাসহ ১৬ জুয়াড়ী আটক

আহছানুল আমীন জর্জ,খুলনা প্রতিনিধি : জুয়ার সরঞ্জামাদিসহ ১৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব – ৬ এর একটি বিশেষ টীম । খুলনা মহানগরীর দৌলতপুর থানার রেলিগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত আসামীরা হচ্ছে – রেলিগেট পালপাড়ার মোঃ বাহাদুর শেখ(৫২), মধ্য ডাঙ্গানগরের মোঃ আক্তার হোসেন শেখ(৫৩), রেলিগেট পালপাড়ার মোঃ জুলফিকার আলী খান (৫৫), মধ্যডাঙ্গার মোঃ রফিকুল ইসলাম বাবু শরীফ(৪৩), মধ্যডাঙ্গা নগরের মোঃ আমিরুল ইসলাম শেখ(৫১), রেলওয়ে কলোনীর মোঃ শাহ আলম বিশ্বাস(৪৩), রেলিগেট ক্রোস রোড এলাকার মোঃ শাহিন খান(৪৮), দেয়ানার মোঃ দিবারুল ইসলাম শেখ(৫০), রেলিগেট ইসলামবাগ এলাকার মোঃ অলিয়ার রহমান মিনা(৪২), মধ্যডাঙ্গা নগরের মোঃ ফরিদুজ্জামান বাবলু মোল্যা(৫১), মহেশ্বরপাশার মোঃ মনিরুল ইসলাম ভূইয়া(৪২), পালপাড়ার এবিএম খালিদ মোল্যা(৪২) ও মোঃ মাসুদ আলী মালি(৫০), ইস্পাহানী কলোনীর মোঃ দেলোয়ার পাটোয়ারী (৫৭), শেখ আব্দুল কাদের (৫২) ও মোঃ মহিবুল হক আজাদ খালাসী(৫২)। এরা সকলেই দৌলতপুর থানার বাসিন্দা।

র‍্যাব- ৬ সূত্রে জানা যায়, ১০ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টার দিকে র‌্যাব – ৬ এর একটি আভিযানিক দল খুলনার দৌলতপুর থানাধীন রেলিগেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইসলামবাগ মোড়ের মিহির স্মৃতি সংসদ এর পিছনে পরিত্যক্ত ক্লাব ঘরের মধ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ১৬ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ ৪২ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে কেএমপি, খুলনার দৌলতপুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button