দেশজুড়ে

র‍্যাবের হাতে চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

র‍্যাবের হাতে চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার হয়েছে। র‍্যাব-১৩ সূত্রে জানা গেছে গত (৮ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর কোতোয়ালি থানাধীন নছিপুর (কাচাইপাড়া) মোঃ বাবুলসহ (২৫) ৫ জন মিলে কোচিং সেন্টার হতে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কিশোরীকে অপহরণ করে।

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব-১৩ উক্ত ঘটনার তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ডিসেম্বর ভোরে ঢাকার বংশাল থানাধীন সুরিটুলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপহরণ মামলার ১নং আসামী দিনাজপুরের কোতোয়ালী থানাধীন নছিপুরের মোঃ বাবুলকে (২৫) গ্রেফতার করে এবং তার হেফাজত হতে কিশোরীকে উদ্ধার করে। র‍্যাব আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী অপহরণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩’র সহকারী পরিচালক(মিডিয়া), ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

তিনি আরও বলেন,র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহনিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button