দেশজুড়ে

ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে আপন দুই ভাইয়ের ভোট যুদ্ধ

সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে উৎসব আমেজ। ২০ টি ইউনিয়নে ঘুরে দেখা গেছে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে শুধু নির্বাচনের বিভিন্ন দিক বিশ্লেষণ করছেন ভোটারগণ। প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থার বিশ্লেষণে চলে নানা ধরনের আলোচনা। প্রার্থীদেরও বিভিন্ন কর্মকান্ড করতে দেখা যায়, এর মধ্যে সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন সমাবেশে যোগদান, জনসমর্থনে গ্রহন করছেন নানা কৌশল। সবকিছু মিলিয়ে সরগরম সদর উপজেলার ২০টি ইউনিয়ন।

এরই ধারাবাহিকতায় সদর উপজেলার চিলারং ইউনিয়নেও ভোটারদের মধ্যে নির্বাচনকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। গতকাল শুক্রবার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও আপন ২ ভাই প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী (স্বতন্ত্র) ও অপর স্বতন্ত্র প্রার্থী তার বড় ভাই মো: আব্দুল কাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী। ২ ভাইয়ের মধ্যে নির্বাচনী মাঠে লড়াই শুরু হয়েছে।

উল্লেখ্য, চিলারং ইউনিয়নে ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৭২৮ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৫৫৯ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৬৯ জন। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button