দেশজুড়ে

আমদানি রপ্তাানী আরও গতিশীল করতে ভারত অভ্যন্তরের শুন্য রেখায় দু’দেশের ব্যবসায়ীদের বৈঠক

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরে ব্যবসা আরও গতিশীল করতে দু দেশের সিএন্ডএফ ও ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ভারত হিলি চেকপোষ্টের শুন্য রেখায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন নেতৃত্ব দেন এবং ভারতে পক্ষে নেতৃত্ব দেন । ভারত হিলি সিএন্ডএফ এজেন্ট এন্ড এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন। বৈঠক ঘন্টাব্যাপী দু দেশের অনুষ্ঠিত হয়

এছারাও ভারতের হিলি সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধিরেজ অধিকারী ও বাংলাদেশ সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সহ দু দেশের ২৪ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, ফিটনেস বিহিন গাড়ীতে আমদানিকৃত পন্য প্রেরন না করা, আমদানিকৃত পণ্যের সঠিক মাপ নিধারন, কনসারমেন্টে গাড়ীগুলি সব এক সাথে প্রদান, গাড়ী দ্রুত খালাস করণ ও ফেরত পাঠানো,এক্সপোটের গাড়ী বৃদ্ধিকরণ,গাড়ীতে ডিক্লারেশন বহিভুত পণ্য প্রদান থেকে বিরত থাকাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে হিলি বন্দরের আমদানি রফতানির গতি বৃদ্ধি সহ সরকারের রাজস্ব আরও দ্বিগুন বৃদ্ধিপাবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button