দেশজুড়ে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় হিলিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হিলি প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল ও ইশরাক হোসেনকে অবিলম্বে গ্রফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল করেন।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হিলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের আলী, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রলীগের সভাপতি অনিক সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button