গাইবান্ধায় তিন দিনে ২৮ জন করোনা মুক্ত, মোট সুস্থ ৫৪

0
100

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধা জেলায় গত তিনদিনে করোনায় আক্রান্ত ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে জেলায় মোট সুস্থের সংখ্যা ৫৪। আর এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ছয়জনের। বুধবার (২৪ জুন) সকালে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ২২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গোবিন্দগঞ্জে ৯৭, সদরে ৩১, সাদুল্লাপুরে ২৮, পলাশবাড়ীতে ২৪, সুন্দরগঞ্জে ১৭, সাঘাটায় ১৫ ও ফুলছড়ি উপজেলায় আটজন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন এবং প্রাণহানি হয়েছে ছয়জনের। আর ১৬০ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বার্তা২৪.কমকে বলেন, করোনায় আক্রান্তদের জরুরি চিকিৎসার জন্য দু’টি অ্যাম্বুলেন্স ও দু’টি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া একশ’ বেডের আইসোলেশন সেন্টারও প্রস্তুত রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, করোনার বিস্তার মোকাবিলায় এরই মধ্যে গোবিন্দগঞ্জ, সদর ও পলাশবাড়ীর বেশ কিছু এলাকা লকডাউন করা হয়েছে।