জাতীয়
করোনায় আরও একজনের মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২৬৯ জনের। এর আগে গতকাল (বৃহস্পতিবার) করোনায় কারও মৃত্যু না হলেও রোগী শনাক্ত হয়েছিলো ২৬২ জন। শুক্রবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।