দেশজুড়ে

টাঙ্গাইলে গাড়ির পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নিয়ন্ত্রন হাড়িয়ে অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়া একটি পিকআপ। এতে ওই পিকআপের চালক নিহত ও আহত হয় আরো ২জন। ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন, নিহত পিকআপ চালক কাউসার আহম্মেদ(২০), আহত আনোয়ার হোসেন (৩২) ও মুসলেম উদ্দিন (৫০) তারা সবাই মির্জাপুরের বাসিন্দা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, ভোরে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে কাচামাল নিয়ে একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন ১৪-৮৪৪৭) মির্জাপুর যাচ্ছিলো। এসময় নাটিয়াপাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হাড়িয়ে অজ্ঞাত গাড়ির পেছন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত ও দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ারসার্ভিসের কর্মীরা। আর নিহতের মরদেহ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ