দেশজুড়ে

হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত

হিলি প্রতিনিধি: নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙ্গের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এসময় উপজেলার কর্মরত বিভিন্ন এনজিও নারী কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানা শ্রেনী পেশার নারীরা অংশগ্রহন করেন।

পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখে হাকিমমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা মহিলা বিষয়ক উপপরিচালক মোর্শেদ আলীসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ