দেশজুড়ে

ফুলবাড়ীর রাঙ্গামাটি গ্রামে ভিডিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে ভিডিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ীর রাঙ্গামিট গ্রামে লক্ষণ টুডুর সভাপতিত্বে ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে ভিডিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় ফুলবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নের (আলাদীপুর, এলুয়াড়ী ও শিবনগর) এর ২২টি ভিডিসি’র দুইজন করে প্রতিনিধি এই সাধারণ সভায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ তাদের স্ব-স্ব ভিডিসি’র অর্জন সমূহ উপস্থাপন করেন।

এই কার্যক্রমের উপস্থিত ছিলেন, আলাদিপুর ইউপির নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ নাসমুশ সাখির বাবলুর সভপতিত্বে রোকেয়া দিবস পালিত হয়। নব-নির্বাচিত সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা ১, ২ ও ৩নং আসনের মোছাঃ রহিমা আক্তার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের টিভেট অফিসার মোছাঃ আরজুমান ইসরাত, মনিটরিং অফিসার শ্যামল কান্তি সিংহ রায়, ইডিএম মোঃ মাহামুদ কবির, প্রজেক্ট কোর্ডিনেটর মোঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা ম্যানেজার শাহ মোঃ সাদিয়ার রহমান, সিডিএফ শাহানা পারভীন, রবিউল ইসলাম, অনুরাধা সরেন ও মিজানুর রহমান সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভিডিসি’র সাধারণ সভায় দলিত জনগোষ্টির ৩টি ইউপির ২২টি কমিউনিটির প্রায় ৭০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন এবং এই সভার মধ্যে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button