নানা কর্মসুচীর মধ্য দিয়ে নবাবগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


হিলি প্রতিনিধিঃ “দুর্নীতিকে না বলুন আপনার অধিকার, আপনার দায়িত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নবাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও দুর্নীতি নিয়ে বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সহকারী কমিশনার(ভুমি) কামরুজ্জামান সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানার উপ-পুলিশ পরিদর্শক আখতারুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আলিমুল রাজি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরুল ইসলাম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।