দেশজুড়ে

ইন্দুকানীতে সাংবাদিক ও আওয়ামীলীগ নেতার উদ্যোগে ব্রিজ নির্মাণ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিক ও আওয়ামীলীগ নেতার উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। জানাযায়, উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের স্বনির্ভর শাখা খালের ওপারে ৪৫ফুট ব্রিজ নির্মাণ করা হয়। তিনটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম খালের উপর এই নির্মিত ব্রিজটি।

ব্রিজ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রী এবং সাধারণ লোকজন। নিজেদের ঘাম আর শ্রমেই ৪৫ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট প্রস্থবিশিষ্ট এ ঝুলন্ত ব্রিজ নির্মাণ শেষে স্থানীয়দের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় জলিল শেখ বলেন, সাংবাদিক ও আওয়ামীলীগ নেতার উদ্যােগে এই ব্রিজ নির্মাণ করা হয়। এলাকার মানুষের সমেস্যা দুর্ভোগ শেষ হয়েছে।

৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন হাওলাদার বলেন, ব্রিজ নির্মাণে এ অর্থের জোগান দিয়েছি । ব্রিজটি নির্মাণে ৪০হাজার টাকা ব্যয় হয়। এই ব্রিজে এখনো সম্পূর্ন করেতে হলে ২০হাজার টাকা আমাদের প্রয়োজন।

স্থানীয় সাংবাদিক মারুফুল ইসলাম বলেন, সরকারিভাবে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হলেও কবে হবে তা অনিশ্চিত। তাই নিজেদের দুর্ভোগ লাগবে নিজেরাই ঝলুন্ত ব্রিজ র্নির্মাণ করছেন বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button