দেশজুড়ে

মনোনয়ন পত্র জমা দিলেন এডভোকেট মনিরুল ইসলাম

ভোলা প্রতিনিধি: আসন্ন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দেন সাংবাদিক এড. মনিরুল ইসলাম মনির।

মঙ্গলবার (০৮ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন তি‌নি। এসময় পূর্ব ইলিশা ইউনিয়নের জনগণসহ ভোলা প্রেসক্লাবে সাংবাদিক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম বলেন, ইলিশার মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি।জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবেন।ভোলার প্রশাসন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন।আমি আশা করি বন্দরনগরী ইলিশা বাসি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button