রাজারহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ


রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি: মঙ্গলবার রাজারহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,মেম্বার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৪২জন প্রার্থীর মধ্যে ১জনের মনোনয়নপত্র বাতিল ও ১জন প্রত্যাহার করেছেন।
জানা গেছে,আগামী ২৬ডিসেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।এতে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৯জন,চাকিরপশার ইউনিয়নে ৬জন,উমর মজিদ ইউনিয়নে ৬জন,নাজিমখাঁন ইউনিয়নে ৮জন,ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নে ৩জন,বিদ্যানন্দ ইউনিয়নে ৫জন এবং ছিনাই ইউনিয়নে ৫জন সহ মোট ৪২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
৬ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন উপজেলার ছিনাই ইউনিয়নের চেয়ারমান প্রার্থী নুরুজ্জামান হক বুলু মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বসুনীয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নে সাধারণ সদস্য পদের ১জন,উমরমজিদ ইউনিয়নের ২জন,রাজারহাট ইউনিয়নের ৩জন,সংরক্ষিত আসনে ১জন,ছিনাই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩জন এবং বিদ্যানন্দ ইউনিয়নে সাধারণ সদস্য পদের ২জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার সকাল থেকে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। এই দিন সকাল থেকে রাজারহাট বাজার ও উপজেলা পরিষদ লোকে লোকারন্য হয়ে পড়ে।