দেশজুড়ে

ইউপি নির্বাচন: কামারখন্দে প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে কামারখন্দ উপজেলার ৪’টি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পুরো উপজেলা পরিষদ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, তাদের কর্মী-সমর্থক ও রাজনৈতিক দলের কর্মীদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

সকাল ১০টা থেকে আসন্ন ইউপি নির্বাচনে উপজেলা মাধ্যেমিক শিক্ষা অফিস ও উপজেলা নির্বাচন অফিস এলাকায় ভিড় জমে ওঠে। পরে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ এর ৪ জন স্বতন্ত্র প্রার্থী ১২ জন কে নির্ধারিত প্রতীকসহ মোট ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

একই সময় ৪টি ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ২৩০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আর চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে যেসব প্রতীক চেয়ে একাধিক প্রার্থী আবেদন করেছেন, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button