দেশজুড়ে

মির্জাগঞ্জ কৃষকের ব্যাপক ক্ষতির সম্ভবনা

মোঃ রনি খান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে টানা দুই দিনের বৃষ্টিপাতে ও দমকা বাতাসে শতশত বিঘা আমন ধানের ক্ষেত মাটিতে নুয়ে পড়েছে। শনিবার বিকাল থেকে শুরু হওয়া এই ঝড়ো বৃষ্টি ও দমকা বাতাসে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি না হলেও উপজেলার প্রায় সহ¯্র হেক্টর জমির আমন ধান, ক্ষতি হয়েছে। মাত্র পনের থেকে বিশ দিন পরে যে ধান কৃষকের গোলায় উঠত, হঠাৎ এই বৃষ্টিতে কৃষকদের স্বপ্ন এক নিমেষেই ভেঙে গেছে।

এবার আমন মৌসুমে বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারে বলে হতাশায় ভুগচ্ছেন উপজেলার কৃষকরা। সোমবার (৭ ডিসেম্বর) কৃষি অধিদপ্তরের তথ্য মতে, উপজেলায় এবার ১১ হাজার ৫ শত হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং মন প্রতি ১ হাজার ৪০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৪-৫ হাজার হেক্টর ধান বাতাসে হেলে পড়েছে। কৃষকরা জানান, যখন বৃষ্টির প্রয়োজন ছিল তখন বৃষ্টি হয়নি। আর এখন অতি বৃষ্টি ও বাতাসের ফলে ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। যা অতুলনীয় ক্ষতি।

এতে সরকারি সহযোগিতা পেলে কৃষকদের কিছুটা ক্ষতি পূরণ হবে বলে জানান তারা। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত ইসলাম হোসেন জানান, প্রাথমিকভাবে এ পর্যন্ত ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ফসলের ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে কয়েক দিনের মধ্যে তা নির্ণয় করা সম্ভব হবে। আমরা কৃষকদের পরার্মশ দিয়ে যাচ্ছি, আবহাওয়া খড়া হলে মাঠ থেকে দ্রæত ধান সংরক্ষণ করার। অন্যদিকে যেসব জমির ধানে সবে মাত্র শীষ এসেছে, সেগুলো গোছা করে তুলে দিলে ক্ষতির পরিমাণ কম হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button