বৃষ্টিভেজা পিচে শৈশবে ফিরে গেলেন সাকিব

0
78

ঢাকা টেস্টে বড় বাধার নাম বৃষ্টি। শনিবার প্রথম দিন ৫৭ ওভার খেলা হলেও আজ দ্বিতীয় দিনে খেলা হলো মাত্র ৬.২ ওভার। শেষ পর্যন্ত এই টেস্টের ফলাফল কী হবে, সেটা সময় বলে দেবে।

আজ দ্বিতীয় দিনের খেলার প্রথম সেশন ভেস্তে যায় বৃষ্টিতে। মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হলেও ৬ ওভার ২ বল খেলা হওয়ার পর পুনরায় শুরু হয় বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর জানানো হয়, দ্বিতীয় দিনে আর খেলা সম্ভব না বৃষ্টি এবং আউট ফিল্ড ভেজা থাকার কারণে।

কী আর করা, আজ খেলা আর না হওয়ার ঘোষণা আসতেই সাকিব আল হাসান নেমে পড়েন মাঠে। উইকেটের ওপরে দেয়া কভারে জমা পানিতে দুষ্টুমিতে মাতলেন দলের অন্যতম এই অল-রাউন্ডার।

আজ দ্বিতীয় দিন শেষে ৬৩.২ ওভারে ২ উইকেটে পাকিস্তান সংগ্রহ করেছে ১৮৮ রান। গতকাল প্রথম দিনের প্রথম সেশনে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক (২৫) ও আবিদ আলী (৩৯)। অপরাজিত রয়েছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।

চলতি টেস্টে বল হাতে এখনও উইকেটের দেখা পাননি তিনি। এদিকে চলমান টেস্টের প্রথম দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন আসন্ন নিউজিল্যান্ড সফরে না যাওয়ার ব্যাপারে।