পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীরা সৌদি আরবে ফেরত যেতে পারবেন না

0
93

গাজী আল মামুন, সৌদি আরব: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিক এবং বিদেশীরা ছুটিতে দেশে এসে আটকে পড়ায় পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সৌদি পাসপোর্ট অথরিটি (জাওয়াজাত)

সৌদি আরবের জনপ্রিয় সংবাদ মাধ্যম সৌদি গেজেটের বরাত দিয়ে সৌদি পাসপোর্ট অথরিটি (জাওয়াজাত) জানিয়েছেন যে সকল বিদেশী এবং প্রবাসী শ্রমিকরা সৌদি আরবে কাজ করছেন। মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব এর আগে ছুটিতে নিজ দেশে গিয়েছিলেন কিন্তু আন্তর্জাতিক ভাবে সকল ধরনের ফ্লাইট বন্ধ থাকায় পুনরায় সৌদিআরবে প্রবেশ করতে পারেননি। তারা পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবের পুনরায় প্রবেশ করার অনুমতি পাবেন। ইতিমধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের স্পন্সর এর সাথে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন জাওয়াজাত। এছাড়াও ছুটিতে থাকার কারণে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারাও জরিমানা ছাড়া পুনরায় আকামা নবায়ন করতে পারবেন।

উল্লেখ্য দীর্ঘ তিনমাস করোনা ভাইরাসের কারণে কারফিউ জারি ছিল। যা ইতিমধ্যে কয়েকটি ধাপে উঠিয়ে দিয়েছেন দেশটির সরকার। বর্তমানে সবকিছু স্বাভাবিক ভাবে খুলে গেছে সৌদি আরবে। শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। সব সময় মুখে মাস্ক পরিধান করা, একসাথে পাঁচ জনের বেশি একত্রিত না হওয়া, এক মিটার দূরত্ব বজায় রেখে চলা। এসকল স্বাস্থ্য বিধি না মেনে চললে জরিমানার বিধান রয়েছে।