গাইবান্ধায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে গাইবান্ধা জেলা শহরে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শুক্রবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শহরের পাবলিক লাইব্রেরি চত্বর থেকে র্যালী বের করা হয়। পরে পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবদুল মতিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুল হক, সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, সদর উপজেলা সমাজ সেবা অফিসার নাসির উদ্দীন শাহ, রেজিস্ট্রেশন অফিসার মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান ও সাংবাদিকবৃন্দ আলোচনা অনুষ্ঠান ও র্যালিতে উপস্থিত ছিলেন।