দেশজুড়ে

সিরাজগঞ্জে ঘরে ঘরে শুরু হচ্ছে নবান্ন উৎসব

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: আমন ধান কাটা এবং মাড়াইয়ের কাজ প্রায় শেষের দিকে এখন চলছে নবান্নর প্রস্তুতি। সোনালী ফসল দেখে সকল শ্রম-কষ্ট ভুলে হাসি ফুটেছে কৃষকের মুখে। সিরাজগঞ্জের প্রত্যেকটা উপজেলার কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন ধান মাড়াই ও রোদে শুকানোর কাজ নিয়ে। বাড়ির গৃহিণীরা নতুন ধানের চাউল গুঁড়ো করে তৈরি করছেন বিভিন্ন ধরনের পিঠা, রীতি অনুযায়ী প্রস্তুতি চলছে জামাই আপ্যায়নের।

এ অঞ্চলে নতুন ধানের পিঠা-পুলি তৈরি করে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশী দের আপ্যায়ন করার রীতি চলে আসছে যুগ যুগ ধরে। অনেকে আবার নতুন ফসল ঘরে উঠার জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে কোরআনখানি-মিলাত মাহফিল,মসজিদ ও দরগায় শিরনির আয়োজন করা করে।

এবছর সিরাজগঞ্জে প্রকৃতির বিরূপ প্রভাব বিশেষ করে বিভিন্ন পোকা-কামড় ও রোগের প্রকোপ সত্ত্বেও আমনের ভাল ফলন হয়েছে। তবে এবার যমুনা নদীর তীর ঘেসা কয়েকটি এলাকা ও নিচু অঞ্চলগুলোতে পানি জমে থাকায় অনেক কৃষকই আমন চাষাবাদ করতে পারেননি।

জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭২ হাজার ৬৩০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৩০৫ মেট্রিক ট্রন। অন্যান্য বছরের তুলনায় ফলনও অনেক ভালো হয়েছে এবং উৎপাদন খরচ কম হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ আবাদ হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button