নওগাঁয় স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


মোঃ সুইট হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার। তবে-পারিবারিক কলহের জেরধরে মোছাঃ সাদিয়া আফরিন (১৫) নামের ঐ স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন। নিহত সাদিয়া আফরিন মোঃ হেলাল উদ্দিনের মেয়ে ও আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর বাজারের চারমাথা এলাকার একটি বাসায় স্বপরিবারে ভাড়া থাকতেন আত্রাই উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মোঃ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মেয়ে সাদিয়া আফরিন পারিবারিক কলহের জের ধরে মায়ের উপর অভিমান করে নিজ শয়ন ঘরের ছিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন নিহতের মরদেহ ফ্যানের সাথে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে রানীনগর থানার এস আই মোঃ সাজ্জাদ হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এব্যাপারে রানীনগর থানার এস আই মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।