দেশজুড়ে

ধামরাইয়ে ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি:ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠান উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহম্মদ হোসেন, বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য রকিবুল ইসলাম খান ফরহাদ,বিশিষ্ট শিল্পপতি মোঃ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।

উল্লেখ্য- উক্ত একাডেমিক ভবনের প্রথম তলা নির্মাণ ব্যয় হয়েছে ৬৫ লক্ষ টাকা, ভবনের দ্বিতীয় হইতে চতুর্থ তলা পর্যন্ত নির্মাণ ব্যয় হয়েছে ১ কোটি ৪৭ লক্ষ টাকা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button