দেশজুড়ে

ঈশ্বরদী শহরে যুবদলের মশাল মিছিল

মামুনুর রহমান, জেলা প্রতিনিধি,পাবনা: পাবনার ঈশ্বরদীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতির দাবিতে ঈশ্বরদী শহরে হঠাৎ ঝটিকা মশাল মিছিল করেছে যুবদল।

বুধবার ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা২৫ মিনিটে ঝটিকা মশাল মিছিলটি ঈশ্বরদী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে শুরু হয়ে বাজারের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। ঝটিকা ও মইশাল মিছিলের নেতৃত্ব দেন ঈশ্বরদী পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন জুয়েল। প্রায় শতাধিক নেতাকর্মী এই ঝটিকা মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোর পাশাপাশি আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়ার দাবিও জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button