দেশজুড়ে
ঈশ্বরদী শহরে যুবদলের মশাল মিছিল


মামুনুর রহমান, জেলা প্রতিনিধি,পাবনা: পাবনার ঈশ্বরদীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতির দাবিতে ঈশ্বরদী শহরে হঠাৎ ঝটিকা মশাল মিছিল করেছে যুবদল।
বুধবার ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা২৫ মিনিটে ঝটিকা মশাল মিছিলটি ঈশ্বরদী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে শুরু হয়ে বাজারের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। ঝটিকা ও মইশাল মিছিলের নেতৃত্ব দেন ঈশ্বরদী পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন জুয়েল। প্রায় শতাধিক নেতাকর্মী এই ঝটিকা মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোর পাশাপাশি আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়ার দাবিও জানান।