ধামরাইয়ে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ শ্রমিকের মুত্যু


রনজিত কুমার পাল ( বাবু) ঢাকা জেলা প্রতিনিধি:রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নর দ্বিতীয় মহিষাশীতে সোমবার (২৯শে নভেম্বর) বিকের ৪ টার দিকে মায়ের দোয়া নামে এক তুলার কারখানায় অগ্নিকান্ডের আগুনে সমস্ত মালামাল পুড়ে গেছে। এ’সময় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মোসাঃ কুলসুম নামে এক নারী শ্রমিক আশংকাজনক অবস্হায় ছিল।
ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাশীতে মায়ের দোয়া নামে এক তুলার কারখানায় অগ্নিকান্ডে সব মালামাল সহ সমস্ত কিছু পুড়ে গেছে।
মায়ের দোয়া নামে তুলার কারখানার স্বত্বাধিকারী মোঃ মোঃ ওসমান গনি জানান অগ্নিকান্ডে তার তুলার কারখানায় প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল ও সম্পদ পুড়ে গেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, তুলার কারখানায় আগুন লাগার ঘটনা চোখে পড়তেই কারখানার শ্রমিক ও পথচারীদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার টোপের বাড়ি আদর্শ গ্রামের মোসাঃ কুলসুম (৫২) নামের নারী শ্রমিক অগ্নিকান্ডের আগুনে দগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় ছিল, সেই শ্রমিক আজ মঙ্গলবার মারা গেছেন।