দেশজুড়ে

হিলিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্রীদের বরণ অনুষ্ঠান

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের এইচএসসি ও অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের বিদায়, নবাগত ছাত্রীদের বরণ। এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে হলরুমে এই বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।

বিদায় ও বরণ অনুষ্ঠানে কলেজের গভণিংবডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। আলোচনা সভা শেষে বিদায় ছাত্রীদের মাঝে পরীক্ষার উপকরণ ও বরণকৃত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে একই মঞ্চে মহিলা কলেজের ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button