ধামরাইয়ে ফোর্ড নগর টু সূয়াপুর রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন


রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ড নগর টু সূয়াপুর রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
সোমবার (২৯শে নভেম্বর) ধামরাইয়ের দক্ষিণ এলাকার প্রধান সড়ক “সাভার নামা বাজার- ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ড নগর হতে সুয়াপুর” পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে পুনরায়। আজ ফোর্ডনগর এলাকায় এ বিষয়ে বক্তব্য রাখেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার জনগণ।
এ’সময় ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ বলেন-
দীর্ঘদিন এর কষ্টের অবসান ঘটিয়ে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ড নগর টু সূয়াপুর রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয়, আশা করি ঠিকাদার মান সম্পন্য কাজ দ্রুততম সময়ের মধ্যে করে এলাকার মানুষের কষ্ট লাঘবে সহায়তা করবে।



