দেশজুড়ে

ধামরাইয়ে ফোর্ড নগর টু সূয়াপুর রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ড নগর টু সূয়াপুর রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

সোমবার (২৯শে নভেম্বর) ধামরাইয়ের দক্ষিণ এলাকার প্রধান সড়ক “সাভার নামা বাজার- ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ড নগর হতে সুয়াপুর” পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে পুনরায়। আজ ফোর্ডনগর এলাকায় এ বিষয়ে বক্তব্য রাখেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার জনগণ।

এ’সময় ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ বলেন-
দীর্ঘদিন এর কষ্টের অবসান ঘটিয়ে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ড নগর টু সূয়াপুর রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয়, আশা করি ঠিকাদার মান সম্পন্য কাজ দ্রুততম সময়ের মধ্যে করে এলাকার মানুষের কষ্ট লাঘবে সহায়তা করবে।

এই বিভাগের আরও সংবাদ