দেশজুড়ে

দিনাজপুরের হিলিতে কমেছে শীতকালীন সবজির দাম

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। গেল এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সবধরনের সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে। এছারা বেচা-কেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও।

আজ সোমবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব কাঁচামালের দোকানে গুলোতে রয়েছে পর্যাপ্ত শীতকালীন সবজির সরবরাহ। এদিকে সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবজি দাম বর্তমান বিক্রি হচ্ছে ৪০ টাকা ফুলকপি এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। ৩০ টাকার বাঁধাকপি এখন বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে, ৬০ টাকা কেজির সিম বিক্রি ৪০ টাকা কেজি দরে, ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ২০ টাকা, ২২০ টাকা কেজির গাঁজর বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, ৮০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, ১৩০ টাকার টমেটো ১০ টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

বাজার করতে আসা আবু মুসা সরদার জানান, কিছু দিন আগে বাজারে কাঁচা সবজির দাম অনেক বেশি ছিলো, আর বেশি হয়ার কারনে সংসার চালাতে আমাদের কষ্ট হতো। বর্তমান সবজির দাম অনেক কমে আসায় কারনে আমাদের জন্য অনেকটা ভালো হয়েছে ।

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানের শীতকালীন সবজি পুরোদমে উঠতে শুরু করেছে ফলে বাজারে সব সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারনে সবধরনের সবজির দাম কমেছে। দাম কমার কারনে বেচা-কেনা আমাদের ভালো হচ্ছে। আশা করছি আর কিছুদিন গেলে বাজারে সবজির দাম আরো কমে আসবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button