করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই ৭ বিভাগে


প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। ২ জনই পুরুষ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮০জনে। দেশের আট বিভাগের মধ্যে ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা বিভাগে ২ জন মারা যান। একই সময়ে দেশের বাকি ৭ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ মৃত্যু হয় প্রথম রোগীর। সোমবার (২৯ নভেম্বর) পর্যন্ত মারা যাওয়া ২৭ হাজার ৯৮০ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯০৫ জন (৬৩ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ১০ হাজার ৭৫ জন (৩৬ দশমিক শূন্য ১ শতাংশ)।
বিভাগীয় মৃতের পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ২১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৫ হাজার ৬৮১ জন, রাজশাহীতে ২ হাজার ৫০ জন, খুলনায় ৩ হাজার ৬০৯ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে ১ হাজার ২৭০ জন এবং রংপুরে ১ হাজার ৩৬৭ জন মারা যান।