দেশজুড়ে

কালীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মোবারকগঞ্জ-যশোর রেললাইনের রঘুনাথপুর এলাকার ২৭ নম্বর ব্রীজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে রেল পুলিশ ঘটনাস্থলে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে দুপুর পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানিয়রা ধারনা মৃত নারী মানুষিক প্রতিবন্ধি হতে পারে। রাতের কোন এক সময় ট্রেনের ধাক্কায় হয়ত মারা যেতে পারে। তবে তার মুখ ক্ষত বিক্ষত হয়ে পড়ে ছিল।

মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, আমি দ্বায়িত্বে ছিলাম না, এই মাত্র যোগ দিলাম। কাজে যুক্ত হওয়ার পরই জানতে পেরেছি ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। তবে কিভাবে মারা গেছে তা বলতে পারবো না।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button