দেশজুড়ে

দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা সাইদুর রহমানের লিফলেটে ব্যাপক সাড়া

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষিত হয়েছে। উক্ত উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে বিশিষ্ট কলামিস্ট ও সমাজসেবক মোঃ সাইদুর রহমান। তাঁর জীবনের অতীত ও বর্তমান কর্মকান্ড নিয়ে ব্যতিক্রম ধর্মী একটা লিফলেট জনগণের হাতে তুলে দিচ্ছেন। এই লিফলেট ভোটারদের মাঝে বেশ সাড়া জাগিয়ে তার প্রতি ইউনিয়ন বাসীর পজেটিভ মনোভাব সৃষ্টি হয়েছে। ভোটারদের অভিমত প্রতিটি চেয়ারম্যান প্রার্থী তাঁর শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য কর্মকান্ড এ ভাবে আমাদের মাঝে তুলে ধরা উচিৎ।

মোবাইল ফোনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমানকে লিফলেট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ” আমি চেয়ারম্যান হিসাবে যোগ্য প্রার্থী কিনা তা জনগণের কাছে উপস্হাপন করেছি । ” এতে ভোটাররা আমাকে কাছে টেনে নিচ্ছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে নান্দাইল ইউনিয়নকে জুয়া মুক্ত, মাদক মুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button