দেশজুড়ে

পটুয়াখালী ভোটকে‌ন্দ্রের পাশ থে‌কে দুই শতা‌ধিক লা‌ঠি উদ্ধার

মোঃইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে এক‌টি ভোটকে‌ন্দ্রের পাশ থে‌কে দুই শতা‌ধিক লা‌ঠি উদ্ধার ক‌রে‌ছে ভ্রমমাণ আদাল‌তের নির্বা‌হি ম্যাজিস্ট্রেট।

রোববার (২৮ নভেম্বর) দুপুর ২টার দি‌কে উপ‌জেলার ম‌জিদবা‌ড়িয়া ইউনিয়নের ৮নং কেন্দ্র আউলিয়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ১০০ গজ প‌শ্চিম-উত্তর দি‌কের এক‌টি বাগান থে‌কে লা‌ঠিগু‌লো উদ্ধার করা হয়। ওই বাগান‌টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার কিসলুর বাড়ীর পুকুর পা‌ড়ে। ভোট গ্রহণের সময় কেন্দ্র দখ‌লের উদ্দেশ্যে লা‌ঠিগ‌ু‌লো মজুদ করা হ‌য়ে‌ছিল ব‌লে ধারণা করছেন নির্বা‌হি ম্যাজিস্ট্রেট শা‌হিন মাহমুদ।

শা‌হিন মাহমুদ জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দুপু‌রে পু‌লিশ নি‌য়ে ওই বাগা‌নে তল্লা‌শি চালা‌নো হয়। এক পর্যা‌য়ে পুকু‌রের পা‌ড়ের বাগান থে‌কে লা‌ঠিগু‌লো উদ্ধার করা হয়। বাগান থে‌কে ছোট ছোট গাব গাছ কে‌টে এগু‌লো মজুদ করা হ‌য়ে‌ছিল। আজ ভো‌টের সময় কেন্দ্র দখল কিংবা কে‌ন্দ্রের বাই‌রে মারামা‌রি করার লক্ষ গতকাল রা‌তে এগু‌লো মজুত করে রাখ‌তে পা‌রে ব‌লে তার ধারনা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button