দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ হাজতির মৃত্যু

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া(৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বাচ্চু মিয়া জেলা শহরের আরামবাগ এলাকার মৃত বিশুর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সুপার মজিবুর রহমান মজুমদার জানান, বাচ্চু মিয়া মাদক মামলার আসামি ছিলেন। গতকাল শুক্রবার পেটের ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিকেল সোয়া ৩টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টা ৭ মিনিটে তিনি মারা যান। হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button