দেশজুড়ে

ঘাটাইলে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ ২৭ নভেম্বর সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য আতাউর রহমান খান।

উদ্বোধনী বক্তব্যে আতাউর রহমান খান এমপি বলেন, সরকারি বিধি মোতাবেক কৃষক ও মিলাররা যেন খাদ্য গুদামে ধান-চাল সরবরাহ করেন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্প‚র্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের কাতারে নিয়ে গেছেন। এখন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান-চালের গুনগত মান ধরে রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা, স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী, চালমিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল সরকার প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন বলেন, কৃষকেরা কোন রকম হয়রানি ছাড়াই যেন খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারে, সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ জানান, আমন মওসুমে অনলাইনে আবেদনকৃত কৃষকদের মাঝ হতে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের থেকে ১০৮০ টাকা প্রতি মণে মোট ৮৬২ মে.টন ধান ও চুক্তিবদ্ধ চালকল মালিকদের থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে ২৫৭৬ মে.টন চাল সংগ্রহ করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button