জাতীয়

বুয়েটের ভর্তি পরীক্ষায়ও প্রথম বগুড়ার সিয়াম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://ugadmission.buet.ac.bd/) ফল প্রকাশ করা হয়।

এ বছর প্রিলিমিনারিতে অংশ নেয় ২৪ হাজার শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী বুয়েটে পড়ার সুযোগ পাবে।

ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মেফতাহুল আলম সিয়াম। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। তার রোল নম্বর ৫০৬১৫।

এর আগে সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেন। এছাড়া তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার তৃতীয় স্থান অধিকার করেন সিয়াম। এছাড়া চলতি বছরের মেডিক্যালের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন সিয়াম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button