বাগআঁচড়ায় ছাত্রলীগের আয়োজনে নৌকা প্রতীকের নির্বাচনী পথা সভা অনুষ্ঠিত

0
92

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পক্ষে নির্বাচনী পথা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ নভেম্বর) বিকালে বাগআঁচড়া হাইস্কুল মার্কেটের সামনে বাংলাদেশ ছাত্রলীগ বাগআঁচড়া শাখার আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি তানজীব নওশাদ পল্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাসক আসাদুজ্জামান ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল।

এ পথসভায় আরো উপস্থিত ছিলেন,যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েজ আহম্মেদ রিমু,রুহুল কুদ্দুস, যুগ্ন সাধারন সম্পাদকএস এম রিফাত,তরিকুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন,এসএম রিয়েল, সহ যশোর জেলা ছাত্রলীগের এক ঝাক নেতাকর্মী বৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,শার্শা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশিদ মিলন, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল,বাগআঁচড়া প্রেস ক্লাবের সাধারণ-সম্পাদক আবু সাঈদ, আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী, আবু তালেব সরদার,গাজী মুছা, আলমগীর কবির মেম্বর, আবু তালেব মেম্বর,ডাক্তার আহসান হাবিব রানা,তবিবুর রহমান তবি মেম্বর, আশরাফ আলী আশু মেম্বর, মোজাম্মেল গাজী মেম্বর, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মদ মেম্বর, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু সহ ইউনিয়ন আসা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।