রাজশাহীর সাংবাদিক আমানুল্লাহ আমান করোনায় আক্রান্ত

0
80

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর সাংবাদিক আমানুল্লাহ আমান (২২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার প্রকাশিত ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। তবে তার কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।

আমানুল্লাহ আমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তপুর গ্রামে। তবে তিনি শহরে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি দৈনিক লাখোকণ্ঠ ও পল্লী টিভির রাজশাহী প্রতিনিধি।

জানা গেছে, রবিবার (২১ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন আমানুল্লাহ আমান।এরপর সোমবার (২২ জুন) তিনিসহ রাজশাহী নগরীর ৪৩ জনসহ ৮৬ জনের করোনা শনাক্ত হয়।

সাংবাদিক আমানুল্লাহ আমান জানান, কয়েকদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার এক স্বজন ভর্তি হওয়ায় সেখানে যান তিনি। এরপরই হয়ত সেখান থেকে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন তিনি। তবে তার করোনার কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে রাজশাহীর আরও পাঁচ সাংবাদিকের করোনা পজিটিভ আসে। এনিয়ে রাজশাহীতে তিনিসহ মোট ছয়জন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। নতুন ৪৩ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৭ জনে।