দেশজুড়ে

রামপালে বন ও পরিবেশ উপমন্ত্রীর ত্রান বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্প্রসারণ কাজের উদ্বোধন

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্প্রসারণ কাজের উদ্ভোধন এবং দুস্থঃ ও ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থের চেক বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বণ ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে তিনি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে ইউএনওর শারীরীকভাবে অক্ষম ও বিকলাঙ্গদের ঐচ্ছিক তহবিলের চেক, প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডারের কম্বল, নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ, মহিলা সমিতির অনুদান এর চেক, বাইসাইকেল, ক্ষুদ্রঋন, ক্রীড়া ও শিক্ষা সামগ্রী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যায্যমূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর তিনি বাইনতলা ইউনিয়নের চাকশ্রী এবিসি মাধ্যমিক বিদ্যালয়, বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, কুমলাই এম এল মাধ্যমিক বিদ্যালয় ও রামপাল সদর ইউনিয়নের জয়নগর পিপুলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ গৌরম্ভা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ও উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলার উদ্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

এদিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়াম্যান হোসনেয়ারা মিলি,রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ ফকির আব্দুল্লাহ, পিআইও মতিউর রহমান সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button