দেশজুড়ে

উল্লাপাড়ার বাঙ্গালায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের ব্যাপক শোডাউন অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তৃতীয় ধাপের ২৮ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জনদরদী নেতা আবু হানিফের মোটর সাইকেল মার্কার ব্যাপক শোডাউন ও নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর ধরইল মাঝিপাড়া দাখিল মাদ্রাসা মাঠ থেকে এ শোডাউন শুরু করা হয়। শোডাউনে ৫০০ টি অটোভ্যান, ১০০ টি লছিমন ও দুই শতাধিক মোটর সাইকেলে প্রায় ৭ হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

নির্বাচনী শোভাযাত্রাটি বাঙ্গালা ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়কসহ প্রায় গ্রামের সড়কে প্রদক্ষিণ করে। এ সময় পাড়া-মহল্লার নারী-পুরুষ, যুবক-যুবতীরা হাত নেড়ে আবু হানিফকে অভিনন্দন জানান। বেলা ১১ টায় শুরু হওয়া শোভাযাত্রাটি প্রায় ৫ ঘন্টার বেশি সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে বিকাল ৪ টার দিকে পুনরায় মাদ্রাসার মাঠে এসে শেষ হয়।

মোটর সাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের কর্মী ও সমর্থকেরা জানিয়েছেন, একজন প্রবীণ আ’লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে আবু হানিফের রয়েছে ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা। তিনি দীর্ঘ ৪২ বছর আওয়ামী রাজনীতির বিভিন্ন পদ-পদবিতে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা পেশা ছেড়ে তিনি জনগনের প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্কায় অংশ নিয়েছেন।

আবু হানিফ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হলে তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button