দেশজুড়ে

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৫

চট্টগ্রামে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারও। তবে এসময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন পাঁচজন। নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩৭৩ জনে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তিনি জানান, গত একদিনে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়।

এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচজনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button