মির্জাগঞ্জে আদর্শ ওয়ার্ড গড়তে চায় ইউপি সদস্য লুৎফর রহমান


মোঃ রনি খান মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধিঃ মাধক,সন্ত্রাস নির্মৃল, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সুন্দর পরিবেশ গঠনের মাধ্যমে একটি আদর্শ ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ আসন্ন নির্বাচনে ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে তালা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ লুৎফর রহমান কাদের হাওলাদার।
তিনি বলেন আমি বিগত বছর ধরে খেটে খাওয়া মানুষের পাশে ছিলাম। তা ছারা আমি নিজে বিভিন্ন সময়ে আমার ব্যাক্তিগত উদ্যোগে এই এলাকার রাস্তাঘাট সংস্করণ, ক্ষুদা দারিদ্র্য দৃরীকরনের ভুমিকা রেখেছি। আমি যতটুকু করেছি বা করার চেষ্টা করেছি এই এলাকার সকল মানুষের পাশে থাকার জন্যই চেষ্টা করেছি৷ চলমান করোনা ভাইরাস মহামারীতে জনসচেতনতা মুলক কর্মকান্ডসহ ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহায়তা ও সহযোগিতা করে আসছি৷ করোনাকালে কর্মহীন হয়ে পরা অসহায়দের ঘরে রাতের আধারেও খাবার পোঁছে দিয়েছি৷ এবং সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে করে আমার এই ওয়ার্ডের কেউ অনাহারে না থাকে। সর্বোপরি আমি আমার বিগত দিনের সকল অভিজ্ঞতা ও আদর্শ বজায় রেখে একটি ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে পারি৷