দেশজুড়ে

গাইবান্ধার দারিয়াপুরে র‌্যাবের হাতে মাদক ব্যাবসায়ী আটক

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় মোঃশাহজালাল (২৮) নামে একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব।

এসময় জব্দ করা হয় অবৈধ মাদকদ্রব্য ১০(দশ) লিটার দেশীয় চোলাই মদ। মঙ্গলবার রাতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানীটির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারস্ত নাজিম উদ্দিনের চায়ের দোকানের সামনে তাকে গ্রেফতার করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য ১০(দশ) লিটার দেশীয় চোলাই মদসহ শাহজালাল কে আটক করা হয়।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজালাল বলেন বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button