ক্যাম্পাস

কভিড-১৯ এর ২য় ডোজ দিতে প্রস্তুত হচ্ছে জবি

রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিক্যাল সেন্টারের অস্থায়ী টিকা কেন্দ্রে আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর ১ হাজার ৯৬০ জন শিক্ষার্থীকে কভিড১৯ -র ২য় ডোজ টিকা দেওয়া হবে।

সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টিকা দেওয়ার নির্দিষ্ট ৩ দিন অতিক্রম হয়ে গেলে আর ক্যাম্পাসে টিকা দেওয়া হবে না। কেউ যদি টিকা না নেয় তাকে পরবর্তীতে বাইরে থেকে টিকা নিতে হবে।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম ডোজের টিকা (সিনোফার্ম) দেওয়া হয়েছে। জবির শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় আনতে এ পদক্ষেপ নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button